নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়া থানা পুলিশ সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, সিআর- ৭০/২০২২ মামলার পলাতক আসামি জলিল আকবর দীর্ঘদিন পুলিশের গ্রেফতারী পরোয়ানা এড়াতে পালিয়ে বেড়িয়ে অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সন্দিপী পাড়া হইতে তাকে আটক করে পুলিশের চৌকস দল। তার পিতার নাম মৃত বদিউল আলম। তিনি একই সাকিনের বাসিন্দা। পুলিশ জানায়, পলাতক আসামি ও আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

