কুতুবদিয়ার কৈয়ারবিলে অবৈধ দখল উচ্ছেদে বাধা প্রদান: একজনের জেল

কুতুবদিয়া কৈয়ারবিল

কুতুবদিয়ার কৈয়ারবিলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় একজনকে ২০ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম সৈয়দুল করিম (৪০)। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উত্তর কৈয়ারবিলের রোড পাড়া এলাকার মৃত অহিদুজ্জামানের পুত্র।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি বর্ষা মৌসুমে কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার এলাকায় মতিবাপের ব্রীজ সংলগ্ন পিলটকাটা খালে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে বাঁধ দেওয়ার অভিযোগে আজ রবিবার সকালে দখল অপসারণ করতে গেলে সৈয়দুল করিম নামের একজন উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ায় তাকে ২০ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াই প্রু মারমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমা জানান, প্রবাহমান খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারী ও জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস টিম। তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।