কুতুবদিয়ায় লেমশীখালীর এহক পাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার যৌথবাহিনীর

কুতুবদিয়া লেমশীখালী

আজ মঙ্গলবার দিবাগত রাতে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এহক পাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (শর্টগান) ঐ এলাকার জনৈক আবুল কাশেমের বসত বাড়ির পূর্ব দিকে স্তুপ করে রাখা বালির ভেতর হতে পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থা।

সংবাদ বিজ্ঞপ্তি হইতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনৈক আবুল কাশেমের বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকার খবরে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্টের একটি চৌকস টিম। অভিযানে কুতুবদিয়া থানা পুলিশের একটি টিমও অংশ নেয়। দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।