বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে কুতুবদিয়ায় আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুতুবদিয়া বড়ঘোপ

নিজস্ব প্রতিবেদকঃ

অপার সম্ভাবনার পর্যটন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোনার তরী ট্যুরিজম লিমিটেড ও হোটেল সমুদ্র বিলাস, কুতুবদিয়ার উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কুতুবদিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ ও পর্যটনের সম্ভাবনার কেন্দ্র, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। পর্যটকদের নিরাপত্তা, উন্নত যোগাযোগ, মানসম্মত আবাসন ও বিনোদন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। কুতুবদিয়ার পর্যটন সম্ভাবনার দিককে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরতে হবে।

সোনার তরী ট্যুরিজম লিমিটেডের চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকবর খাঁন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক হাসান কুতুবী, সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশ এর প্রতিনিধি এম.এ. মান্নান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংবাদকর্মী নজরুল ইসলাম, হানিফ কুতুবী, হিরু চৌধুরী, শাহেদুল ইসলাম মনির, মোঃ মহিউদ্দিন, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রায়হান সোবাহান ইমন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।