কুতুবদিয়া ডেস্কঃ
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বসতবাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া সোলতানা (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে কৈয়ারবিলের ৬নং ওয়ার্ডের মুজিব কিল্লাহ পাড়ায় তার নিজ বাড়ির পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি চিকিৎসক।
এদিকে মৃতের স্বামী মোঃ ইলিয়াসকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (ওসি) মোঃ আরমান হোসেন। তিনি আরো জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশের পোস্টমর্টেম রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে একজন গৃহবধূর লাশ তার স্বামীর বাড়ির পুকুর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত করতে ও অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন আদালতের প্রতি জোর দাবি জানান।
