

নিজস্ব প্রতিবেদকঃ
কুতুবদিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার আহমদ উল্লাহ’র দখলে থাকা জেলা পরিষদের জমি দীর্ঘ ১৮ বছর পর উদ্ধার করেছে জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ০১টা পর্যন্ত কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার এলাকায় আজম রোডের পশ্চিম পার্শ্বে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন বি.এস ০৮ নং খতিয়ানের ৭২১৪ নং বি.এস দাগের আন্দর জমি হতে অবৈধভাবে নির্মিত ০৬টি দোকানঘর উচ্ছেদ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেনের নেতৃত্বাধীন কুতুবদিয়া উপজেলার প্রশাসনিক টিম।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে উপজেলার দক্ষিণ ধূরুং মৌজার বি.এস ৭২১০, ৭২১১, ৭২১২ ও ৭২১৪ দাগাদির আন্দর ৩.৮০ একর জমির পুরোটাই দখলে নেন আ.লীগ নেতা আহমদ উল্লাহ ও তার পুত্র আজিজুল হক সাগর। জেলা পরিষদের ওই জমিগুলো অবৈধভাবে দখলে নিয়ে পুকুরে মাছ চাষ ও জমি ভরাট করে সেমি পাকার আদলে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। গত এক মাস ধরে তাদেরকে অবৈধভাবে দখলকৃত জেলা পরিষদের জমি ছেড়ে দেওয়ার তাগাদা দিয়ে আসছিলেন বলে জানান সার্ভেয়ার মোঃ কাওসার আলম।
সম্প্রতি জেলা পরিষদ পুকুর ইজারা প্রদানের উদ্যোগ গ্রহণ করলেও অবৈধ দখলদারগণ জমি ও পুকুরের দখল ছেড়ে না দেওয়ায় তাদের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন। তিনি আরো জানান, বর্তমান সরকার সারাদেশে সরকারি খাস জমি উদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যত বড় প্রভাবশালী লোকই হোক যে বা যারা সরকারি খাস জমি নিজেদের কাছে অবৈধভাবে দখলে রাখবে তাদের কাউকে ছাড় দেবে না বলেও হুশিয়ারি দেন তিনি। এ-সময় কুতুবদিয়া নৌ-কন্টিনজেন্ট টিম, পুলিশ টিম, ফায়ার সার্ভিস টিম, বিদ্যুৎ বিভাগের টিম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
